সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের জীবনাবসান

সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চৌদ্দ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

শনিবার সকালে মৃত্যুবরণ করেন তিনি। তার ছেলে তানভীর শাকিল জয় এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউ প্রধান ডাক্তার মহিউদ্দিন আহমেদ সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমকে সকাল ১১টা ১০ মিনিটে মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন মোহাম্মদ নাসিমের চিকিৎসার জন্য সর্বশেষ গঠিত বিশেষ মেডিক্যাল বোর্ডের সদস্য ডাক্তার বদরুল আলম।

গত ১ জুন শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির পর করোনাভাইরাস পজিটিভ আসে মোহাম্মদ নাসিমের। ৪ জুন ভোরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ব্রেন স্ট্রোক হয় তার।

৫ জুন সকালে সিএমএইচ এ নেওয়ার কথা থাকলেও অবস্থার অবনতি হওয়ায় সম্ভব হয়নি। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালেই তার অস্ত্রোপচার করা হয়। পরে ৯ জুন আবার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। তার মৃত্যুতে বাংলাদেশ এক অপরিহার্য নেতাকে হারালো।

১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। জাতীয় চার নেতার একজন এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম।

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট