বিনোদন প্রতিবেদক:-
চন্দ্রবিন্দু উদ্যোক্তা ফোরাম এর পক্ষ হতে সন্মাননা স্মারক প্রদান করা হলো পারফেক্ট ইলেকট্রনিক্স এর ফাউন্ডার এবং সিইও গোলাম শাহরিয়ার কবীরকে। অনুষ্ঠানে সন্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের আয়োজক সুলতানা ডালিয়া, প্রধান অতিথি সূতাকথন এর সিইও জান্নাতুল ফেরদৌসী এবং নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশনের সিইও হাসিনা আনছার।
এটি ছিল উদ্যোক্তা হিসেবে গোলাম শাহরিয়ার কবীরের অবদানকে স্বীকৃতি প্রদানের একটি উদ্যোগ। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান পারফেক্ট ইলেকট্রনিক্স এর মাধ্যমে তিনি দেশীয় প্রযুক্তি খাতের উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছেন।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী এবং উদ্যোক্তারা উপস্থিত ছিলেন এবং গোলাম শাহরিয়ার কবীরের সাফল্যের গল্প শেয়ার করেন।
এই সন্মাননা তার এবং তার প্রতিষ্ঠানের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং অন্য উদ্যোক্তাদেরও উৎসাহিত করবে।