ছোটবেলায় একদিনে তিন বেলা খেয়ে তিনটা রোজা রাখতাম: নাজমী

বিনোদন প্রতিবেদক:-

পবিত্র মাহে রমজানের মাস চলছে। এ রমজান মাসের স্মৃতি রোমন্থন করেছেন তরুণ প্রজন্মের প্রতিভাবান মডেল ও ফ্যাশন
নাজমী জান্নাত। তিনি জানান; ছোটবেলায় রোজা রাখতে চাইতাম। একদিনে তিন বেলা খেয়ে তিনটা রোজা রাখতাম। আমাকে বোঝানো হয়েছিল ছোটরা যতবার খাবে ততবার রোজা হয়ে যাবে। বেশ পরে বড় হওয়ার পর ভুল ভেঙেছিল।

ইফতারে নাজমী ভাজা–পোড়া খান না। তার ভাষ্য, র‌োজা ভাঙি খেজুর খেয়ে। তারপর ভাত খাওয়া হয়। আমার বাবাও ভাত দিয়ে রোজা ভাঙেন। আর সেহরির জন্য মধ্যরাতে ভাত খেয়ে শুয়ে পড়ি। ভোর রাতে উঠতে পারি না।

মাঝে মাঝে রান্না ঘরে ঢোকেন নাজমী। তখন তৈরী করেন বিশেষ আইটেম। তিনি জানালেন, গত বছর কাস্টার্ড ট্রাই করেছি। আর লুচি বানাই। মজা হলে নিজেই বেশিরভাগ খেয়ে ফেলি।

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট