ইন্টারন্যাশনাল স্টুডিও এজেন্সি ভিসাজ এর আয়োজনে ইনডেক্স কেয়ার বাংলাদেশ ফ্যাশন উইক অনুষ্ঠিত

বিনোদন ডেস্ক
ইনডেক্স কেয়ার বাংলাদেশ ফ্যাশন উইক অনুষ্ঠিত সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে৷
ইন্টারন্যাশনাল স্টুডিও এজেন্সি ভিসাজ এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডেক্স গ্রুপের সিইও সফিউল্লাহ আল মুনির।।বিশেষ অতিথি সেইলর মিলানো এর ফাউন্ডার ও সিইও মি:পাউলো আনজাগী,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের গর্ব,সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রতিরক্ষা উপদেষ্টা ড:ফাহিম ক সুফি।।
সিটিও,সিওইইউএস ইন্সটিটিউট।। ইউএসএ,করতোয়া গ্রুপের কর্নধার আকিল আহাদ,ফেন্সি কন্সেপ্ট এর ডিরেক্টর সিইও অলি আহাদ,ফ্যাশন ডিজাইনার সামাহ হায়দার,ইভেন্ট পার্টনার গ্লোবালবিজের সিইও মি:মোন্তাকিম চৌধুরী।।অনুষ্ঠানে মেকওভার পার্টনার ছিলো ব্লাস বাই ফারাহ খান,এসোসিয়েট পার্টনার ফেন্সি বিউটি কন্সেপ্ট,এসথেটিক পার্টনার ইম্পালস হস্পিটাল,ফটোগ্রাফী পার্টনার সাকিন ফটোগ্রাফী।।রানওয়েতে ক্যাটওয়াক করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশা(কোরিয়ান মার্ট এর কালেক্সনে)সামিরা খান মাহী(ফেন্সির কালেকশনে)সিমন্তী সৌমি(ডেইজি ডুর কালেক্সনে)সামায়রা আফ্রিন(কালার লাইফ এর কালেকশনে)এদের সাথে প্রায় ৫০ এর অধিক মডেল।।রানওয়ের ডিরেক্টর ও আয়োজক ফ্যাশন ফটোগ্রাফার জানান বাংলাদেশের ফ্যাশন উদ্দোকতাদেরকে একই প্ল্যাটফর্মে এনে সম্মিলিতভাবে শো করা যাতে করে কম বাজেটে তাদের ডিজাইনগুলো উপস্থাপন করতে পারে।।দীর্ঘদিন ধরেই ফ্যাশন ইন্ডাস্ট্রিজের সাথে কাজ করার সুবাদে ডিজাইনার এবং টেলেন্টেড মডেলদেরকে প্রোমোট করা একরকমের দায়বদ্ধতা বলেই মনে করি।।এবারের আয়োজনে প্রায় ১৬ টি ব্র‍্যান্ড অংশগ্রহণ করে পরের আয়োজনে ২০ এর অধিক ফ্যাশন ব্রান্ড নিয়ে কাজ করবো।

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট