তিন পুরুষ একই সুতোয় গাঁথা

নিজস্ব ডেস্ক :-
বাংলাদেশের সংগীতভূবনের অনন্য নাম সংগীতশিল্পী বশিরউদ্দিন আহমেদ । তার সুযোগ্য পুত্র ও কন্যা সংগীতশিল্পী রাজা বশির এবং হোমায়রা বশির৷ শিল্পী হোমায়রা বশির জানান;
আমার বাবা শিল্পী বশির আহমেদকে আমি তাঁর জন্মদিনে এই ব্লেজারটি উপহার দিয়েছিলাম।বাবা ঐদিন খুব খুশি হয়েছিলেন, এবং এই ব্লেজারটাই প্রায়ই উনি পড়তেন। বাবা চলে যাওয়ার পর আমার ছোট ভাই রাজা বশির এই ব্লেজারটি পড়ে এবং অনেক সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করে। আলহামদুলিল্লাহ , আমার ছেলে সারগাম অনেক ভাগ্যবান যে সে তার নানার ব্লেজারটি পড়তে পারছে। সবাই দোয়া করবেন যেন আমার ছেলে সারগাম তার নানার নাম আরো উজ্জ্বল করে।

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট