ঘন কুয়াশার পূর্বাভাস বহাল, বাড়তে পারে তাপমাত্রাও

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য জায়গায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। গত কয়েক দিন ধরেই আবহাওয়া অফিস নদী-অববাহিকার অঞ্চলগুলোয় মাঝারি থেকে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়ে আসছে। তার বাস্তব প্রতিফলনও হচ্ছে। আজও একই পূর্বাভাস বহাল রেখেছে আবহাওয়া অফিস।

রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে আজ রাত এবং আগামীকাল দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

গোপালগঞ্জ ও টাঙ্গাইলে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। এ দুই অঞ্চলে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। এদিকে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে ২৯ ডিগ্রি সেলসিয়াস

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট