আজ উদীয়মান প্রতিভাবান অভিনেতা রুমান রুনির জন্মদিন। তরুণ এই অভিনেতার মিডিয়া অঙ্গনে পদার্পন নাট্য পরিচালক হিসাবে। তবে তিনি পরিচালনার পাশাপাশি অভিনয় দিয়েও দর্শকের মনে যায়গা করে নিয়েছেন।তরুণ এই অভিনেতা জানান তিনি সব সময় নিজের পরিবারের সাথে জন্মদিন পালন করতে পছন্দ করেন। কথায় কথায় জানতে পারি, অতি সম্প্রতি তিনি ‘নরপিশাচ ‘ ওয়েব ফিল্মে শুটিং শেষ করেছেন। ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন তরুণ প্রজন্মের মেধাবী পরিচালক মেহেদী হাসান রাজু। অভিনেতা রুমান রুনি আমাদের জানান নরপিশাচ একটি অপরাধ জগতের গল্প। একজন সাধারণ ছেলের অপরাধ জগতের কিং হবার গল্প নরপিশাচ। এই ফিল্মে বেশিরভাগ চরিত্র পর্দায় আসবে চমকের পর চমক নিয়ে। সমাজে কিছু কিছু ভয়ানক চরিত্র তৈরি হবার পিছনে যে করুন গল্প থাকে;সেই গল্পগুলো সব সময় থেকে যায় আড়ালে।সেই আড়ালের গল্প হল নরপিশাচ। রুমান রুনি আমাদের জানান তিনি এখানে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন।তবে তাঁর চরিত্রটি এতোটাই সুন্দরভাবে এসেছে গল্পে, যে দর্শক তার চরিত্রকে ভালো বেসে ফেলবে।
এস এস সিনে ভেঞ্চার ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুমান রুনি, খান রশনী, আশিক খান চৌধুরী, রিকো ডি রোজারিও, পরাগ হাশমীসহ অনেকেই।
রুমান রুনি তাঁর জন্মদিনে দর্শকদের নিকট দোয়া চেয়েছেন,যেন তিনি সব সময় দর্শকদের ভালোবাসার প্রতিদান ভালো ভালো কাজের মাধ্যমে দিতে পারেন।
আজ ২৬শে জুন, রুমান রুনি’র জন্মদিন।
সম্পর্কিত পোস্ট