শুক্রবার মুক্তি পাচ্ছে ইরা শিকদারের “ময়নার শেষকথা”

বিনোদন প্রতিবেদক:-

বাংলা চলচ্চিত্রের ব্যস্ততম চলচ্চিত্র অভিনেত্রী ইরা শিকদার৷ নিজের সুনিপুণ অভিনয় শৈলী দিয়ে দর্শকমহলে এগিয়ে যাচ্ছেন আপন মহিমায়। দীর্ঘ বছর পর মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত চলচ্চিত্র “ময়নার শেষ কথা৷” এ চলচ্চিত্রটির কাহিনী ; চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বাবু সিদ্দিকী। এ চলচ্চিত্রটি প্রসঙ্গে ইরা শিকদার বলেন; চমৎকার একটা গল্পে কাজ হয়েছে। আশা করব; দর্শকদেরও ভালো লাগবে৷ চলচ্চিত্রটি আগামী শুক্রবার ২৪ মে সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। এ চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন সাখাওয়াত সাগর ; সানাই মাহবুব; অরুণা বিশ্বাস ;মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। উল্লেখ্য; এ চলচ্চিত্রটি ছাড়াও ইরা শিকদারের আরও ৪ টি সিনেমা মুক্তি পেয়েছে৷ “পুড়ে যায় মন” পরিচালক অপুর্ব রানা ২” মিলন সেতু” পরিচালক মিজানুর রহমান মিজান৷ ৩”বেগম জান” পরিচালক মো: আসলাম৷ ৪” টোকাই” পরিচালক বাবুল রেজা।
ইরা শিকদার আগামীতে দর্শকমহলে আরও মানসম্মত কাজ উপহার দিতে চান।

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট