ফটোশুটের মডেলিংয়ে নিয়মিত কাজ করতে চান নতুন ও প্রতিভাবান “মডেল খাদিজা পারভিন “

বর্তমান সময়ে এক ঝাঁক নতুন মডেলের মাঝে একটি নাম খাদিজা। বিভিন্ন নামিদামি ফ্যাশন হাউজ ও ব্র্যান্ডের সাথে নিয়মিত কাজ করে যাচ্ছেন। ছোটবেলা থেকে খুলনা ও সাতক্ষীরাতে বড় হলেও বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। অসংখ্য ব্রান্ড হাউজ যেমন : বিশ্বরং,প্লাস পয়েন্ট, ইয়েলো ও সেইলের সহ অসংখ্য পোশাক হাউস ব্র্যান্ডের সাথে তিনি কাজ করেছেন।
এ প্রসঙ্গে এই মডেলের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন – ক্যারিয়ার হিসেবে মডেলিং কে বেছে নিয়েছি। বাকিটা জীবন মডেলিং এর সাথেই থাকতে চাই। দর্শকদের নতুন কিছু উপহার দিতে চাই।
তিনি আগামীতে যেন দর্শকদের মাঝে আরো ভালো কিছু উপহার দিতে পারেন এজন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট