শিশু শিল্পী সাহির আমান চৌধুরী।
বয়স-১৩ (১৩ তম জন্মদিন )
ক্লাস ৭ স্কুল-(মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিকস্কুল এন্ড কলেজ)। বড় হয়ে পাইলট হতে চায়।
বর্তমানে ভয়েস আর্টিস্ট হিসেবে নিয়মিত কাজ করে যাচ্ছে।
এছড়া ও ওয়েব সিরিজ,নাটক ও টিভিসি নিয়ে ব্যস্ত আছে।
তানিম রহমান অংশু পরিচালনায় অভিশাপ নাটক এ অভিনয় করে ব্যাপক সারা পেয়েছে।
সাহির এখন টিনেজ এ রানিং।
শিশু শিল্পী সাহির আমান চৌধুরী’র জন্মদিন আজ
সম্পর্কিত পোস্ট