নিজস্ব ডেস্ক :-
তূর্যা রিজাউল কথা বাংলাদেশের সংবাদমাধ্যম এর অন্যতম নাম। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বৈশাখী টিভি; বাংলা টিভি; এশিয়ান চ্যানেল হতে শুরু করে বাংলাদেশের শীর্ষস্থানীয় টিভি চ্যানেলগুলোতে মানসম্মত পদে সুনামের সাথে কাজ করে আসছেন। তিনি প্রথম নারী সিইও হিসেবে বাংলাদেশের একটি দৈনিক পত্রিকা ” পত্রিকার পাতা” নামের এ পত্রিকাতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন ; একজন নারী হিসেবে গর্বিত ; নিজের কাজকে যেন সফলভাবে করে প্রতিষ্ঠানকে আগামীতে এগিয়ে নিয়ে যেতে পারি ; সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার আগামী দিনগুলো উজ্জ্বল ও সাফল্যমন্ডিত হয়।