ডেস্ক নিউজঃ রাজধানীর উত্তরা বাউনিয়া এলাকায় পথশিশুদের আলোকিত মানুষ করার লক্ষে সদ্য প্রতিষ্ঠিত বিদ্যাসভা স্কুলে জাতীয় শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
১৯ মার্চ (শনিবার) সকাল ১০ ঘটিকা থেকে বিকাল পর্যন্ত বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস বাউনিয়াতে চলে অনুষ্ঠানটি।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, টইটুম্বুর এর প্রতিনিধি ও চাইল্ড আর্ট এক্টিভিস্ট মাইদুল রুবেল, অভিভাবক, প্রতিবেশি ও সমাজের অন্যান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে নাচ, গানের পাশাপাশি যেমন খুশি তেমন সাজো এবং বাঙ্গালি সংস্কৃতির বিভিন্ন উপাদান নিয়ে একটি ভিন্নধর্মী র্যাম্প শো করা হয়। পরিশেষে ম্যাজিক শো এর মাধ্যমে শিশুদের মধ্যে অন্যরকম আনন্দের আবহ তৈরী করে। অনুষ্ঠানের সার্বিক সহায়তায় ছিলেন আস্ক ক্রিয়েটন এবং রমো গ্রুপ।
বিশেষ অতিথির বক্তব্যে শিল্পী মাইদুল রুবেল বলেন, ক্ষুদ্র পরিসরে এতো বিশাল আনন্দের সঞ্চার করা যায়, সেটা আজকে বিদ্যাসভা প্রমান করল। উই ফর এ বেটার ওয়ার্ল্ড এর উদ্যোগে গঠিত বিদ্যাসভা স্কুল সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও আলোকিত মানুষ গড়ার কাজে নিয়োজিত।
বিদ্যাসভা স্কুলে বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
সম্পর্কিত পোস্ট