ভারতের বাজাজ গ্রুপের সাবেক চেয়ারম্যান প্রবীণ শিল্পপতি রাহুল বাজাজ মারা গেছেন। শনিবার (১২ ফেব্রুয়ারি) তিনি পুনেতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
বাজাজ গ্রুপের দেওয়া এক বিবৃতির বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদন বলা হয়, শনিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও হার্টের সমস্যায় ভুগতে থাকা রাহুল বাজাজ শেষ এক মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
দীর্ঘ ৪০ বছর ধরে বাজাজ গ্রুপের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন রাহুল বাজাজ। ওই পদ থেকে গত বছর পদত্যাগ করে পাঁচ বছরের জন্য ‘চেয়ারম্যান ইমেরিটাস’ হিসেবে নিযুক্ত হন।
২০০১ সালে রাহুল বাজাজকে পদ্মভূষণ পদক দেওয়া হয়েছিল। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ভারতের শিল্পমহলে। শোক প্রকাশ করেছেন রাজনৈতিক নেতা-মন্ত্রীরাও।
১৯৩৮ সালের ১০ জুন কলকাতায় ব্যবসায়ী কমলনায়ন বাজাজ ও সাবিত্রী বাজাজের ঘরে জন্মগ্রহণ করেন রাহুল বাজাজ।