“ফাতেমা আফরোজ” এর আয়োজনে জমে উঠেছে খুলনায় তিনদিন ব্যাপী বসন্ত বরণ উৎসব

নাজমুল হুদা তৌকির:

ঋতু পরিবর্তনের সাথে সাথে বইছে বসন্তের হাওয়া। তারই অংশ হিসেবে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে শিল্পনগরী খুলনাতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বসন্ত বরণ উৎসব। খুলনার অন্যতম নারী উদ্যোক্তা ফাতেমা আফরোজ এর আয়োজনে এ মেলা নগরীর প্রেস ক্লাবের নব নির্মিত ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হচ্ছে।


মেলায় অংশ নিয়েছেন খুলনার বিভিন্ন অনলাইন সেলারগন । রকমারি স্টলে সজ্জিত এই মেলায় থাকছে জুয়েলারি, শাড়ি, থ্রি-পিস, ব্যাগ, কসমেটিকস, প্রসাধনী ও খাবারের দোকান। মেলায় ফটোগ্রাফি পার্টনার হিসেবে থাকছে ত্রিভুজ ও ওয়েডিং ড্রিমার।


মেলা উপলক্ষে ফাতেমা আফরোজ বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা বসন্ত বরণ উৎসব আয়োজন করেছি। এত বড় আয়োজন খুলনায় আর কোথাও দেখা যায় না। মেলায় বিভিন্ন পণ্যের উপর ডিসকাউন্ট চলছে। মেলার প্রথম দিন থেকেই প্রচুর ভিড় পরিলক্ষিত হচ্ছে। পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবসহ সবাই এই মেলায় আসছেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখছেন।
বসন্ত বরণ উৎসব টি ১৪ ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
মেলায় আগত দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য ফ্রী করা হয়েছে। তবে অবশ্যই মাস্ক পরিধান করে মেলায় প্রবেশ করতে হবে।

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট