তরুণ প্রজন্মের ইউটিউবার সৈকত আহমেদ এর মিডিয়া ক্যারিয়ারের বিভিন্ন দিক ফুটে উঠেছে রিফাত রাহুল খাঁন এর একান্ত ব্যক্তিগত সাক্ষাতকারে ফিল্মফ্লিক্স২৪ এর বিনোদন পাতায় –
১. মডেল হওয়ার ইচ্ছে কি ছোটবেলা থেকেই ছিল?.
উত্তর:হ্যা।
২. মিডিয়াতে
কত বছর যাবৎ কাজ করা হচ্ছে?.
উত্তর:,২০১৩ সাল থেকে মিডিয়ার সাথে সম্পর্ক।কিন্তু অভিষেক ২০১৮ সাল থেকে।
৩. কাজের শুরুটা সম্পর্কে কিছু জানতে চাই-
উত্তর: ২০১৮ থেকে ইউটিউবের যাত্রা শুরু তার পর থেকে আল্লাহ তালার রহমতে কখনো পিছু তাকাতে হয়নি। আমার অনেক হিট সর্টফিল্ম আছে যার মোদ্ধ্যে অন্যতম জীবনযুদ্ধ। যার ভিউ 30 মিলিয়ন প্লাস।
৪. মিডিয়াতে কাজের ব্যাপারে পরিবারের সহযোগীতা কতটুকু ছিল?.
উত্তর: হুম সম্পুর্ন সহযোগিতা ছিল
৫. মিডিয়াতে নতুন যারা নাটকের ভূবনে
আসতে চায় তাদের উদ্দেশ্যে কি উপদেশ দিতে চাও?.
উত্তর: একটাই কাজ করো তবে সেটা মন দিয়ে করো।
৬. পড়াশুনা সম্পর্কে জানতে চাই
উত্তর: ২০১৮ সালে বিবিএ শেষ করেছি। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে।
৭ প্রিয় রঙ কি?
উত্তর:নীল
প্রিয় অভিনেতা ও অভিনেত্রী ???
উত্তর:আফরান নিশো তানজিন তিশা।
প্রিয় খাবার??
ফ্রাইড রাইস,বিফ
৮….জীবনে অভিনয় পেশা হিসেবে গ্রহণ না করলে ; অন্য কি পেশা হিসেবে গ্রহণ করতে?.
উত্তর:ব্যবসাহী
৯. অবসর সময়ে কি করা হয়??
উত্তর: বই পড়ি এবং অভিনয় চর্চা করি।
১১.মডেলিং নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি??.
উত্তর: দর্শকদের জন্য ভাল কিছু উপহার দিতে চাই। সবার ভালবাসা নিয়ে বাচতে চাই।
১২. নতুন বছরের পরিকল্পনা কি?
অনেক ভাল ভাল কাজ হাতে আছে সেগুলো শেষ করা এবং আরো ভাল কাজ করা।