নাজমুল হুদা তৌকির: শোবিজ অঙ্গনে এ সময়ের জনপ্রিয় ফটোগ্রাফার শওকত মোল্লা। ফ্যাশন ফটোগ্রাফার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শোবিজ তারকাদের অসংখ্য ফটোগ্রাফি করে তিনি খ্যাতি অর্জন করেছেন। বড় পর্দা, ছোট পর্দা, সঙ্গীতাঙ্গন সহ মিডিয়া অঙ্গনের অসংখ্য সেলিব্রেটিদের ছবি তুলে তিনি সুনাম অর্জন করেছেন। এ সম্পর্কে শওকত মোল্লার সাথে আলাপচারিতায় তিনি বলেন, ক্যামেরার সাথে তার আছে একটা আত্মার সম্পর্ক। অনেক ছোটবেলা থেকেই ফটোগ্রাফি করে থাকি। আন্তর্জাতিক পর্যায়ের ফটোগ্রাফার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।
সময়ের জনপ্রিয় এই ফটোগ্রাফার বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রাম, র্যাম্প শো ও বিভিন্ন ফ্যাশন হাউজের নিয়মিত ফটোগ্রাফি করে থাকেন।
তাছাড়া ফ্যাশন ফটোগ্রাফির পাশাপাশি তিনি ওয়েডিং ফটোগ্রাফি ও করে থাকেন। ওয়েডিং সিজন গুলাতে তাকে খুব ব্যস্ত সময় পার করতে হয়। হাতের অত্যন্ত নিখুত কারুকার্য আছে তার নিজস্ব ফটোগ্রাফিতে।
তবে নতুন বছরের শুরু থেকেই তিনি ফ্যাশন ফটোগ্রাফির উপর আরো বেশি নজর দিবেন।
নতুন বছর উপলক্ষে তিনি তার ভক্ত ও শুভানুধ্যায়ীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।