শোবিজ ডেস্ক :বছর শেষে বিজ্ঞাপনে আলোড়ন সৃষ্টি করলেন অভিনেতা কাকা মাকসুদ।বিভিন্ন বড় বড় কোম্পানির বিজ্ঞাপনে কাজ করেছেন। সানজি স্টেইনলেস স্টীল এর বিজ্ঞাপণ ; আনোয়ারা সিমেন্ট সীট, ফ্রেস সিমেন্ট।,বিকাশ ওয়ালটন, সিঙ্গার টিভি, আরো অনেক গুলো বিজ্ঞাপনে টানা কাজ করে যাচছেন।
এছাড়াও নগদ;আই সি টি;ওমেরা এলপি – জি গ্যাস;ইউ সি বি ব্যাংক;জনক রাজ ধানের বীজ;এন এ সি;বিডি বাংলাদেশ এর বিজ্ঞাপনে কাজ করেছেন।
উল্লেখ্য ;জনপ্রিয় পরিচালক লেখক ও অভিনেতা জাতীয় পুরস্কার প্রাপ্ত শ্রদ্ধেয় গাজী রাকায়েত সারের হাত ধরে অভিনয় জীবন শুরু করেন কাকা মাকসুদ ।অভিনেতা কাকা মাকসুদ ভোলা জেলার দৌলতখানা থানা জন্ম এবং সেখানে লেখা পড়া শেষ করে ঢাকা অনেক দিন ব্যবসার সাথে যুক্ত চিলেন পরবর্তী তে চারুনীড়ম থিয়েটার এর সাথে যুক্ত হয়ে মঞ্চ নাটককে অভিনয় করেন।