শোবিজ ডেস্ক :বাংলা চলচ্চিত্রের অন্যতম নায়িকা চমক তারা।
আগামী ৩০ ডিসেম্বর বিজয়ের মাসের শেষপ্রান্তে নতুন বছর ২০২২ উপলক্ষ্যে তার চ্যানেলে কক্সবাজারের মনোরম লোকেশনে চিত্রায়িত নতুন গান ‘উষ্ণতা’ প্রকাশ করবেন। গানটি লিখেছেন এবং সুর সঙ্গীত করেছেন কাজী জামাল। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন প্রিন্স খান।
নতুন গানটি প্রসঙ্গে চমক তারা বলেন,‘ উষ্ণতা গানটি গেয়েছেন সুমনা তপতী। প্রেমের গান এটি। সুমনা খুব চমৎকার গেয়েছেন। গানটির সুর সঙ্গীতায়োজনও আমার কাছে ভালোলেগেছে। যে কারণে অনেক যতœ নিয়েই গানটি তৈরী করা হয়েছে কক্সবাজারের মনোরম লোকেশনে। সম্পাদনার সময় যেহেতু আমি থাকি, তাই গানের মুড বুঝে কোন জায়গায় কোন দৃশ্যটি থাকা উচিত তা বুঝেশুনেই রাখা হয়েছে। সবকিছু মিলিয়ে উষ্ণতা গানটি শ্রোতা দর্শকের ভালোলাগবে আশা করছি। আর বিজয়ের মাসে সকল শহীদদের প্রতি রইলো গভীর শ্রদ্ধাঞ্জলি। যাদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ, সেই দেশে জন্ম নিয়ে আমিও গর্বিত। আমি বাংলাদেশী-এ আমার অহংকার।’