গুণী অভিনেতা ও নির্মাতা মাহফুজ আহমেদ একটা সময় ছিলেন ব্যস্ততার তুঙ্গে। একের পর এক নাটক, সিনেমায় অভিনয় করে জয় করেছিলেন অগণিত দর্শকের মন। জিতেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো সম্মাননা।
গত তিন বছর ধরে কোনো নাটক বা সিনেমায় কাজ করেননি মাহফুজ আহমেদ। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ২০১৮ সালের একটি নাটকে। দীর্ঘ তিন বছরের বিরতি কাটিয়ে আবারও ফিরছেন মাহফুজ। প্রোজেক্টের নাম ‘অন্তরালে’।
এটি একটি ওয়েব ফিল্ম। নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। ইতোপূর্বে সিনেমাটিতে যুক্ত হয়েছেন এ সময়ের আলোচিত নায়িকা পরীমণি ও বরেণ্য অভিনেতা তারিক আনাম খান।
নিজের প্রথম ওয়েব ফিল্মে মাহফুজ আহমেদকে পেয়ে আনন্দিত চয়নিকা চৌধুরী। তিনি বলেন, ‘পরীর সঙ্গে আগেই চুক্তিবদ্ধ হয়েছি ছবিটির জন্য। এবার পেলাম আমার অসম্ভব প্রিয় মাহফুজ আহমেদকেও; এটাই বড় আনন্দ। এছাড়া
মাহফুজ আহমেদের সঙ্গে কাজের সুযোগে বেশ উচ্ছ্বসিত পরীমনি বলেন, ‘ছোটবেলা থেকে মাহফুজ আহমেদের কাজ দেখি। সব নাটক দেখার সুযোগ না হলেও তাঁর অভিনীত সব সিনেমা আমার দেখা। রোমান্টিক চরিত্রে তাঁকে কী যে মানায়! আমার খুব পছন্দের একজন অভিনেতা তিনি।’
‘অন্তরালে’ ওয়েব ফিল্ম প্রযোজনা করছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আগামী জানুয়ারি থেকে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে পরীমণির হাতে বর্তমানে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘প্রীতিলতা’, ‘মুখোশ’, ‘গুনিন’, ‘বায়োপিক’, ‘১৯৭১ সেই সব দিন’।