শোবিজ ডেস্ক :করোনার শুরু থেকে নতুন নতুন সিনেমায় চুক্তি আর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত আছেন অভিনেত্রী সোহানা সাবা। নতুন খবর হলো, এরই মধ্যে ‘বলি’ শিরোনামের একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী। পরিচালনা করছেন শঙ্খ দাস গুপ্ত। আগামী মাসের প্রথম সপ্তাহে ওয়েব সিরিজটি হইচইয়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সাবা বলেন, ‘এ ওয়েব সিরিজে আমার চরিত্রের নাম আনারকলি। ব্যতিক্রম একটি গল্প। এই সিরিজটিতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ইরেশ যাকের -সহ অনেকে। দারুণ একটি অভিক্ততা হলো এই সিরিজে অভিনয় করতে গিয়ে।কাজটি নিয়ে আমি আশাবাদী। ’
তিনি আরও বলেন, ‘আগামী মাসে কলকাতায় নতুন একটি সিনেমায় অভিনয় করার কথা আছে। এ ছাড়া করোনার সময় যে ছবিগুলোর শুটিং বন্ধ হয়েছিল সেগুলোর শুটিং শুরু হওয়ার কথা আছে। ’
দর্শকমহলে’ আনারকলি’ হয়ে আসছেন সোহানা সাবা
সম্পর্কিত পোস্ট