শোবিজ ডেস্ক :
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। শামীম আহমেদ রনির পরিচালনায় শাকিব খানের বিপরীতে তিনি পা রাখেন চলচ্চিত্রে। এরপর কাজ করেছেন কাজী হায়াতসহ দেশের নানা প্রজন্মের পরিচালকদের সঙ্গে।
এবার বুবলীকে দেখা যাবে সাইফ চন্দনের চলচ্চিত্রে। সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত এ সিনেমার নাম ‘কয়লা’। এখানে বেশ চমক জাগানিয়া একটি চরিত্রে দেখা যাবে বুবলীকে।
তবে চলচ্চিত্রটিতে নায়ক হিসেবে কে থাকছেন- তা এখনো চূড়ান্ত হয়নি। চন্দন জানান, খুব শিগগিরই নায়কের নাম ঘোষণা করা হবে।
বুবলীকে নিয়ে চলচ্চিত্রের পরিচালনা প্রসঙ্গে সাইফ চন্দন বলেন, ‘সিনেমার গল্প ও চরিত্র শুনে আগ্রহ দেখিয়েছেন বুবলী। তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও হয়ে গেছে। আশা করছি একটি ভালো ও উপভোগ্য সিনেমা উপহার দিতে পারবো আমরা।’
চিত্রনায়িকা বুবলী বলেন, ‘আমি খুবই এক্সাইটেড এ সিনেমার চরিত্রটি নিয়ে। একেবারেই নতুন ধরণের চরিত্র আমার জন্য। নিজেকে নতুনভাবে হাজির করতে যে কোনোসময়ই ভালো লাগে।’
খুব শিগগিরই ‘কয়লা’ চলচ্চিত্রের শুটিং শুরু হবে বলে নিশ্চিত করলেন পরিচালক সাইফ চন্দন।