মুক্তি পেতে যাচ্ছে” বিফোর আই ডাই “

বিনোদন প্রতিবেদক : অচিরেই মুক্তি পেতে যাচ্ছে ” বিফোর আই ডাই ” চলচ্চিত্রটি।
শনিবার রাজধানীর একটি অভিজাত রেস্তোরায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য প্রকাশ করেছেন ছবিটির পরিচালক।

আন্তর্জাতিক প্ল্যাটফর্মের জন্য নির্মিত হয়েছে দুর্দান্ত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘বিফোর আই ডাই’। ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মিনহাজ কিবরিয়া। এসাসিন মানে গুপ্তহত্যার ঘটনা নির্ভর বিষয় নিয়ে বাংলাদেশে প্রথমবারের মত একটি আন্তর্জাতিক মানের অ্যাকশন থ্রিলার নির্মিত হয়েছে। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ অভিনেতা ইফতি আহমেদ। তিনি ইতিমধ্যে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বিভিন্ন সিনেমায় অভিনয়ের সুবাদে খ্যাতি ও পরিচিতি লাভ করেছেন।

হলিউড, বলিউডের পর কলকাতার সিনেমাতে তাকে এর মধ্যে দেখা গেলেও বাংলাদেশের কোনো সিনেমায় প্রথমবারের মত অভিনয় করেছেন। গত বছর লন্ডন এবং বাংলাদেশের বিভিন্ন লোকেশনে ‘বিফোর আই ডাই’ ছবির শ্যূটিং হয়েছে। এ ছবির পোস্ট প্রডাকশনের যাবতীয় কাজ হয়েছে মুম্বাইয়ে। ছবিটির পুরো টেকনিক্যাল টিম দেশের বাইরের। বর্তমান সময়ে আন্তর্জাতিক মানের একটি আধুনিক সিনেমা উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে সবাই কাজ করেছেন। এর মধ্যে ছবিটির একটি ফার্স্টলুক পোস্টার এবং টিজার প্রকাশ করা হয়েছে। ছবিটির নির্বাহী প্রযোজকের দায়িত্বে রয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র নায়ক আমান রেজা।

‘বিফোর আই ডাই’ ছবিতে বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ অভিনেতা ইফতি আহমেদ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের সুন্দরী গ্ল্যামারাস অভিনেত্রী-মডেল তারকা আফ্রি সেলিনা, আমান রেজা, শম্পা রেজা, লাবনী মারমা, সাংকু পাঞ্জা প্রমুখ। খুব শিগগিরই বাংলাদেশসহ একযোগে চারটি দেশে ছবিটি মুক্তি পাচ্ছে।

সদ্য প্রকাশিত

এরিয়া এনার্জি লিফট জেনারেটর এন্ড সাব স্টেশন এর পৃষ্ঠপোষকতায় তারকা বহুল ধারাবাহিক নাটক “গরম মহল্লা”

বিনোদন প্রতিবেদক-মহল্লা গরম করে চলেছে এসময়ের নির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের (নাসির উদ্দিন মাসুদ) একুশে টিভির ধারাবাহিক নাটক ‘গরম মহল্লা’। রাজধানী ঢাকার...

আদর-প্রকৃতির ‘অগ্নিশিখা’

বিনোদন প্রতিবেদক ভালোবাসার গল্পে চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মানসী প্রকৃতিকে জুটি করে আব্দুল্লাহ জহির বাবুর গল্পে নির্মাতা আরিফুর...

প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে কিউকম প্রেজেন্টস ঢাকা ফ্যাশন ডে-২০২২

বিনোদন প্রতিবেদক - বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ; মডেল ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে...

কায়েস আরজু- শিরিন শিলা’র ” ভালোবাসি তোমায়”

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা শিরিন শিলা। তাঁরা প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে নতুন একটি...

সম্পর্কিত পোস্ট