আসছে খায়রুল বাশার ও চমক জাহানে’র ” অবশেষে একা”

শোবিজ ডেস্ক :ওয়েব সিরিজ ‘মহানগর’ দিয়ে আলোচনায় আসা দুই তারকা
খায়রুল বাশার ও রোকাইয়া জাহান চমক

নতুন প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় জুটি হয়ে উঠেছেন। সম্প্রতি একাধিক নাটকে তাদের জুটি বাঁধতে দেখা গেছে। সেই ধারাবাহিকতায় এবার তারা হাজির হবেন রোমান্টিক একটি গল্পে। এ নাটকটির নাম ‘অবশেষে একা’। লিমন আহমেদের রচনায় ও নিকুল কুমার মন্ডলের পরিচালনায় গেল অক্টোবরের ২৪ ও ২৫ তারিখে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে নাটকটির।

পরিচালক বলেন, ‘আমি ক্যারিয়ারের প্রথম নাটকটি নির্মাণ করেছিলাম প্রেম, কবিতা ও দর্শনকে একসঙ্গে করে। আমি বিশ্বাস করি, দর্শক দিনশেষে জীবনের নান বোধগুলোই মনে ধরে রাখে।

সেই ভাবনা থেকে ‘অবশেষে একা’ বানিয়েছি। দুর্দান্ত প্রেম ও সেই প্রেম নিয়ে করুণ পরিস্থিতির মুখে পড়ে যাওয়া দুই নর-নারীর গল্প এখানে উঠে আসবে। খুব দারুণ কাজ করেছেন খায়রুল বাশার ও চমক। আমার পুরো টিমের কাছেও আমি কৃতজ্ঞ। তাদের সম্মিলিত সহযোগিতাই নাটকটিকে পূর্ণতা দিয়েছে।’

এ নাটকে কাজ করা প্রসঙ্গে খায়রুল বাশার বলেন, ‘সময়ের স্রোতের চেয়ে একটু ভিন্ন ঘরানার গল্পের নাটক ‘অবশেষে একা’। প্রেম আছে, কমেডি ভরা সংলাপ আছে, বাস্তবতার বোধগুলোও সুক্ষ্মভাবে ফুটে উঠেছে এখানে। চমকের সঙ্গে জুটি হয়ে নিকুল দা’র পরিচালনা উপভোগ করেছি। আশা করছি দর্শকের মন ছুঁয়ে যাবে নাটকটি।’

নাটকে পূর্ণিমা চরিত্রে অভিনয় করেছেন চমক। তিনি তার অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘বেশ উপভোগ্য একটি গল্প ও চরিত্র। অভিনয়ের অনেক সুযোগ ছিলো। চেষ্টা করেছি পরিচালকের নির্দেশনা অনুযায়ী চরিত্রটি ফুটিয়ে তুলতে। নাটক ও আমার চরিত্রটি দর্শকের মনে দাগ কাটলেই তৃপ্তি পাবো।’

পরিচালক জানান, সাহেদ চৌধুরী প্রযোজিত নাটকটি খুব শিগগিররই দেশের জনপ্রিয় কোনো টিভি চ্যানেলে প্রচার হবে।

সদ্য প্রকাশিত

জমকালো আয়োজনে উদ্বোধন হলো “সানভিস বাই টনি” খুলনা আউটলেট

নাজমুল হুদা তৌকির : আসন্ন ঈদুল আযহা কে সামনে রেখে বিভাগীয় শহর খুলনায় উদ্বোধন হলো সানভিস বাই টনি এর...

রাউন দ্যা ক্লক সিনেমা’র উন্নয়ন চান হাবিবুল ইসলাম হাবিব

বিনোদন প্রতিবেদক : ফিল্ম ও মিডিয়ার লোকজন ছাড়াও আমরা সবাই জানি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক হাবিবুল ইসলাম হাবিব অনেক...

গোপনে বিয়ে করলেন নায়িকা জয়া চৌধুরী

বাংলা চলচ্চিত্রের "ফুলবানু " খ্যাত চলচ্চিত্র নায়িকা জয়া চৌধুরী। এবার গোপনে বিয়ে করলেন তিনি৷ সম্প্রতি ভোরের চেতনা পত্রিকা নায়িকার ঘনিষ্ঠজনের নিকট থেকে...

‘১৯৭১ সেইসব দিন’র মুক্তি ১৮ আগস্ট

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে অভিনেত্রী ও নাট্যপরিচালক হৃদি হক প্রথমবারের মতো পরিচালনা করছেন সিনেমা। সরকারি অনুদানপ্রাপ্ত ‘১৯৭১ সেইসব দিন’ নামের সিনেমা। এরইমধ্যে শেষ...

সম্পর্কিত পোস্ট