শোবিজ ডেস্ক, :মুক্তির অনুমতি পেল অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির পরিচালিত সরকারি অনুদানে নির্মিত ‘রাত জাগা ফুল’ নামের সিনেমাটি। মঙ্গলবার (২ নভেম্বর) বিনা কর্তনে আনকাট সেন্সর ছাড়পত্র পেল এটি। মীর সাব্বির বলেন, ‘সোমবারই জেনেছি সিনেমাটি আনকাট ছাড়পত্র পাচ্ছে। সনদ হাতে পেয়েই জানাতে চেয়েছি। বেশ ভালো লাগছে। এটি আমার কাছে প্রথম সন্তানের মতোই। সিনেমাটির সেন্সর ছাড়পত্র পেয়ে আনন্দিত। বছরের শেষ দিন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আশা করছি, সবাই সিনেমাটি উপভোগ করবেন।’
২০১৮-১৯ অর্থবছরে সিনেমাটির জন্য অনুদান পান মীর সাব্বির। আসছে ৩১ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। চলতি মাসেই আসছে পোস্টার ও ট্রেলার। সিনেমাটির সহপ্রযোজনা, কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মীর সাব্বির।
সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী ও আবু হুরায়রা তানভীর। আরও আছেন- মীর সাব্বির, দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, জয়রাজ, আবদুল্লাহ রানা প্রমুখ।