জন্মদিনে ঝিলিকের উপহার……….

শোবিজ ডেস্ক :চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিক। ৪ নভেম্বর ঝিলিকের জন্মদিন। এবারের জন্মদিনে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। মৌলিক এ গানটি তিনি প্রকাশ করবেন তার নিজের ইউটিউব চ্যানেলেই। ঝিলিকের এই নতুন গানের নাম ‘এমন সুখ’। গানটি লিখেছেন নাসির আহমেদ। আর গানটির সুর ও সংগীতায়োজন করেছেন বরেণ্য সংগীত পরিচালক শেখ সাদি খান। ঝিলিক বলেন, জন্মদিনে এটা শ্রোতাদের জন্য আমার পক্ষ থেকে উপহার। আরও বেশি ভালো লাগছে শেখ সাদি খান স্যারের মতো বরেণ্য সংগীত পরিচালকের করা গান প্রকাশ করতে যাচ্ছি বলে। আমার চ্যানেলে এটাই আমার প্রথম মৌলিক গান হতে যাচ্ছে। এতদিন চ্যানেলে কেবল শো কিংবা কাভার করা গানই গেয়েছি। এবার মৌলিক গান শুরু করতে যাচ্ছি। ধীরে ধীরে হলেও এ ধারা অব্যাহত রাখতে চাই। এদিকে, ঝিলিক এখন ব্যস্ত সময় পার করছেন টিভি অনুষ্ঠান নিয়ে। টুকটাক শোও শুরু করেছেন। পাশাপাশি নতুন গানে ব্যস্ত রয়েছেন। ব্যস্ততা প্রসঙ্গে ঝিলিক বলেন, স্টেজ শোয়ের মৌসুম আসছে। করোনা পরিস্থিতিও কিছুটা ভালোর দিকে। আশা করছি শো এবার পুরোদমে শুরু করতে পারবো। আর নতুন গানও করছি। বেশকিছু ভালো গান শ্রোতাদের উপহার দিতে চাই। সেই লক্ষ্যেই কাজ চলছে।

সদ্য প্রকাশিত

সফল নারী উদ্যােক্তা হিসেবে পুরস্কৃত হলেন রওনক জাহান সুরভী

বিনোদন প্রতিবেদক :- এস, এম বিউটি একাডেমি এন্ড ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত বিউটি সেক্টর নিয়ে অ্যাওয়ার্ড শো “দ্য বিউটি ইনোভেটরস...

এবার স্মার্টফোনের বিজ্ঞাপনে ফারিণ

হালের দর্শকপ্রিয় মুখ তাসনিয়া ফারিণের বৃহস্পতি এখন তুঙ্গে। ‘কারাগার’ তারকা ফারিণ একের পর এক ছক্কা মেরে যাচ্ছেন মিডিয়ার সীমানায়। এবার তার অর্জনের...

পুত্র সন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহি

পুত্রসন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (২৮ মার্চ) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার।

এরিয়া এনার্জি লিফট জেনারেটর এন্ড সাব স্টেশন এর পৃষ্ঠপোষকতায় তারকা বহুল ধারাবাহিক নাটক “গরম মহল্লা”

বিনোদন প্রতিবেদক-মহল্লা গরম করে চলেছে এসময়ের নির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের (নাসির উদ্দিন মাসুদ) একুশে টিভির ধারাবাহিক নাটক ‘গরম মহল্লা’। রাজধানী ঢাকার...

সম্পর্কিত পোস্ট