সম্প্রতি ভারতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল গ্লাম আইকন বিজয়ী -২০২১ হয়েছেন বাংলাদেশী মডেল শান্তা ইসলাম৷ এ অনুষ্ঠানটি বাংলাদেশ থেকে তত্ত্বাবধায়নে ছিলেন আলোকচিত্রী সুমন হোসেন । এ প্রসঙ্গে শান্তা ইসলাম জানান; পরিশেষে আমি বাংলাদেশের মুখ বিদেশের মাটিতে উজ্জ্বল করতে পেরেছি। এটা আমার জন্য বিশাল এবং এ দেশের জন্য গর্বের বিষয়। আমার আনন্দের অনুভূতির কথা প্রকাশ করতে পারবো না। ভীষণ ভীষণ খুশি হয়েছি৷ ধন্যবাদ দিতে চাই সুনিতা বাগাত ম্যাম এবং নিলাম প্যারাডিয়া কে৷ বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আলোকচিত্রী সুমন হোসেন ও studio visage টীমকে। এছাড়াও বাংলাদেশ থেকে এ অনুষ্ঠানে অংশ নিয়েছিল মডেল আয়শা নাফিসা ও দিপীকা চৌধুরী।
“ইন্টারন্যাশনাল গ্লাম আইকন বিজয়ী” -২০২১ হয়েছেন বাংলাদেশী মডেল শান্তা ইসলাম
সম্পর্কিত পোস্ট