রিফাত রাহুল খাঁন :তরুণ প্রজন্মের মডেল ও অভিনেত্রী সানজিদা ইসলাম। নিজের সৌন্দর্য ও সুনিপুণ অভিনয় শৈলী দিয়ে শোবিজে অধিষ্ঠিত হতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপন মহিমায়। তিনি জানান; ছোটবেলা থেকে নায়িকা হওয়ার ইচ্ছে না থাকলেও ; নায়িকা নায়িকা একটা অনুভূতি কাজ করতো। কেননা টিভিতে দেখতাম নায়িকারা টিভিতে মাথায় চুল খোঁপা করতো৷ সেটা করতে চেষ্টা করতাম (হিহিহি)৷ অভিনয়ে কাজের শুরু প্রসঙ্গে তিনি জানান ; ২০১৮ সালের মার্চে শুরু হলেও মনোযোগী হয়ে শুরু করেছিলাম ২০১৮ সালের অক্টোবরে দীপ্ত টিভির ধারাবাহিক নাটক “মান অভিমান” নাটকের মাধ্যমে। আমার নির্মাতা আশীষ রয় এতো সুন্দরভাবে গ্রুমিং করিয়ে আমাকে অভিনয় শিখিয়েছেন। ধীরে ধীরে আমার অভিনয়ের প্রতি ভালোলাগা ও ভালোবাসার জায়গা তৈরী হয়েছিল।

প্রথম ক্যামেরার সামনে নির্মাতা
বিকে আকাশ ভাইয়ের আরটিভিতে প্রচারিত একটি ধারাবাহিক নাটকে কাজ করেছিলাম । দীপ্ত টিভির ধারাবাহিক নাটক “মান অভিমান ” অভিনয়ে আসতে অনুপ্রাণিত করেছে৷ পড়াশোনা প্রসঙ্গে তিনি জানান ; বিবিএ ৬ষ্ঠ সেমিস্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করছেন৷ তার প্রিয় রঙের তালিকায় রয়েছে হলুদ। আমার ইচ্ছে আমার রুমের একটি কক্ষ হলুদ দিয়ে সাজিয়ে রাখতে চাই। হলুদ রঙের প্রতি অন্যরকম দূর্বলতা কাজ করে। হলুদ পোশাকের প্রতিও আকর্ষণ কাজ করে। উল্লেখযোগ্য কাজ প্রসঙ্গে তিনি জানান – দীপ্ত টিভির ধারাবাহিক “নাটক মান অভিমান ” অন্যতম কাজ৷ নাটক আজববাক্স; এমপিপিএস; নগরবালা ও প্রিয়বন্ধু প্রাণের -ওভিসি। অভিনয়ে না আসলে সামরিক বাহিনীতে যোগ দেয়ার ইচ্ছে ছিল। অবসর সময়ে প্রচুর বাংলা নাটক দেখি; গান শুনি; পরিবারকে সময় দিতে পছন্দ করি৷ মিডিয়া নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান ; ভালো মানসম্মত কাজ করে এগিয়ে যেতে চাই। চলচ্চিত্রে কাজ করতে চাই।