শোবিজ ডেস্ক :তরুণ প্রজন্মের প্রতিভাবান গায়িকা তাহমিনা আফরিন। তিনি সব ধরনের গান করে থাকেন l কিন্তু এবার পুরানো দিনের গানের কাভার করলেন তিনি খুব আশাবাদী গান গুলো নিয়ে কারণ পুরানো দিনের গান সব সময় ই সবার ভালো লাগে l তাই কিছু গানের কাভার করে শ্রোতাদের উপহার দেবার প্রয়াস এ তাহমিনার এবারের আয়োজন l খুব শীগ্রই গান গুলো ভিডিও সহ হাজির হবেন তাহমিনা l একটু অপেক্ষার পালা শুধু l