শোবিজ ডেস্ক :দীর্ঘদিনের সংগীত সাধনা শেষে গত বছরের অক্টোবরে কাজী সাজু প্রকাশ করেন নিজের প্রথম মৌলিক গান ‘ভালোবাসায় কি ভুল ছিলো’। নিজের কথা, সুর আর তরিকের সংগীতায়োজনে গানটি কণ্ঠে তোলেন সাজু। প্রকাশ করে ধ্রুব মিউজিক স্টেশন।
এবার ‘কেমনে ভুলিব’ শিরোনামে নতুন গান নিয়ে আসছেন এই গায়ক। এটির কথা লিখেছেন রাকিবুল হাসান, সুর করেছেন আতিক মাহমুদ এবং সংগীতায়োজনে অনিম খান। গানটির ভিডিও নির্মাণ করেছেন এমএইচ রাজ।
কাজী সাজু বলেন, ‘আমি নতুন শিল্পী। সংগীতের নানান দিক রপ্ত করতে বেশ সময় লেগেছে। আমি গানের বাজার, বিপণন সম্পর্কে অজ্ঞ ছিলাম। ধীরে ধীরে বোঝার চেষ্টা করছি। প্রথম গান আসার পর থেকে খুব বুঝে-শুনে মাত্র কয়েকটি গান করেছি। তার মধ্যে নতুন এই গানটি অন্যতম। আশা করি সবার ভালো লাগবে।’
তিনি আরও জানান, ঢাকার বিভিন্ন লোকেশনে এটির ভিডিও ধারণ করা হয়েছে। আগামী ৪ নভেম্বর এসএ চয়েস মিউজিকের ইউটিউব চ্যানেলে গানচিত্রটি উন্মুক্ত করা হবে। পাশাপাশি শোনা যাবে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি, স্প্ল্যাশ, স্বাধীন প্রভৃতি অ্যাপে।