মুহিনের সুরে আসিফ আকবর

শোবিজ ডেস্ক :গীতিকবি আর সংগীত পরিচালক হিসেবে ক্রমশ নিজেকে গুছিয়ে তুলেছেন কণ্ঠশিল্পী মুহিন। তারই প্রতিধ্বনি মিলবে এবার আসিফ আকবরের কণ্ঠে।
নিশ্চিত হওয়া গেল, গুরু-শিষ্যতুল্য দুজনে সংগীতের লম্বা পথ একসঙ্গে হাঁটলেও এবারই প্রথম মুহিনের কথা-সুরে গাইলেন আসিফ।

‘আমি শুধু চাই চাই তোমাকে’ শিরোনামের এ গানে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন নতুন মুখ মৌমিতা আফরোজী। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে গানটিতে কণ্ঠ দেন তারা। রেকর্ডের ফাঁকে মৌমিতাকে মধ্যমণি করে ছবি তোলেন আসিফ-মুহিন।

গানটি সম্পর্কে আসিফ আকবর বলেন, ‘মুহিন গায়ক হিসেবে দুর্দান্ত। ইদানীং মিউজিক ডিরেক্টর হিসেবেও ভালো করছে। এ গানটিও তার ব্যতিক্রম নয়। আর মৌমিতার কণ্ঠও আমার ভালো লেগেছে। খুবই মিষ্টি কণ্ঠ। আশা করছি চমৎকার একটি গান হবে।’
মুহিন খান বলেন, ‘আসিফ ভাই আমার প্রিয় শিল্পী, প্রিয় মানুষ। আমার কথা-সুরে তার কণ্ঠ পেয়ে আমি খুবই আনন্দিত। একই সঙ্গে মৌমিতার মিষ্টি কণ্ঠ যোগ হয়েছে গানটিতে। সফট-মেলো ধারার এ গানটি শ্রোতাদের ভালো লাগলে উদ্যোগ সার্থক হবে।’
এদিকে গানটির মধ্যমণি মৌমিতা বলেন, ‘আমার স্বপ্ন আজ পূরণ হয়েছে। আসিফ ভাই বড় মাপের শিল্পী। আমার মতো নবীন গায়িকার সঙ্গে গাওয়ার ব্যাপারে তার সম্মতি এবং সহযোগিতা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। মুহিন ভাইয়ের চমৎকার কথা-সুরের এই গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।’
মুহিন জানান, ভিডিওচিত্র ধারণ শেষে শিগগিরই গানটি প্রকাশ করা হবে।

সদ্য প্রকাশিত

এরিয়া এনার্জি লিফট জেনারেটর এন্ড সাব স্টেশন এর পৃষ্ঠপোষকতায় তারকা বহুল ধারাবাহিক নাটক “গরম মহল্লা”

বিনোদন প্রতিবেদক-মহল্লা গরম করে চলেছে এসময়ের নির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের (নাসির উদ্দিন মাসুদ) একুশে টিভির ধারাবাহিক নাটক ‘গরম মহল্লা’। রাজধানী ঢাকার...

আদর-প্রকৃতির ‘অগ্নিশিখা’

বিনোদন প্রতিবেদক ভালোবাসার গল্পে চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মানসী প্রকৃতিকে জুটি করে আব্দুল্লাহ জহির বাবুর গল্পে নির্মাতা আরিফুর...

প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে কিউকম প্রেজেন্টস ঢাকা ফ্যাশন ডে-২০২২

বিনোদন প্রতিবেদক - বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ; মডেল ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে...

কায়েস আরজু- শিরিন শিলা’র ” ভালোবাসি তোমায়”

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা শিরিন শিলা। তাঁরা প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে নতুন একটি...

সম্পর্কিত পোস্ট