বিনোদন প্রতিবেদক: কিশোর রাব্বানীর পরিচালনায় নির্মিতব্য নাটক ‘ বিবাহিত প্রেমিক’ -এ অভিনয় করছেন অপ্সরা সিকদার। নিল এন্টারটেইনমেন্ট এর ব্যানারে নির্মিত এই নাটকটি প্রচারিত হবে একটি বেসরকারি চ্যানেলে।
অপ্সরা সিকদার ছাড়াও এই নাটকে বেশ কিছু নতুন মুখ দেখা যাবে এমনকিই সাংবাদিকদের জানিয়েছেন নাটকটির পরিচালক কিশোর রাব্বানী।
কয়েক দিন আগে রাজধানী এবং ঢাকার বাহিরে নাটকটির স্যুটিং শেষ হয়েছে।বর্তমানে সম্পদনার কাজ চলছে। নাটকটির ডিওপি ছিলেন আর আই লিপ্সন। নাটকটিতে সহকারি পরিচালকের দায়িত্ব পালন করেন জিসান।মেক-আপে ছিলেন কাজল রানা।
এই নাটকে আরো যারা অভিনয় শিল্পী ছিলেন তারা হলেন, রাসেল গাজী, মাসুদ, পারভেজ,সিমু আহমেদ, রিয়া,নভেল সহ অনেকে।
নাটক বিবাহিত প্রেমিক এ অপ্সরা সিকদার
সম্পর্কিত পোস্ট