শোবিজ ডেস্ক :তরুণ প্রজন্মের প্রতিভাবান অভিনেত্রী নাঈমা আলম মাহা। তবে ইচ্ছা ছিল সিনেপর্দায় নিজেকে দেখার। অবশেষে অঞ্জন আইচ পরিচালিত ‘কানামাছি’ সিনেমা দিয়ে তার সুপ্ত ইচ্ছার প্রতিফলন ঘটছে। এ সিনেমায় তিনি সুচিত্রা নামে একটি চরিত্রে অভিনয় করছেন।
প্রথম সিনেমায় অভিনয় প্রসঙ্গে মাহা বলেন, ‘কানামাছি একটি থ্রিলার কমেডি গল্পের সিনেমা। আমার চরিত্রটি খুব চমৎকার। গল্প এবং চরিত্র ভীষণ ভালো লেগেছে। আমার বিশ্বাস ঠিকঠাকভাবে সিনেমাটি শেষ হলে তা দর্শকের কাছে উপভোগ্য হয়ে উঠবে।’ বর্তমানে এ অভিনেত্রী নিমা রহমান পরিচালিত ডেইলি সোপ ‘গুলশান এভিনিউ-টু’-তে অভিনয় করছেন। গত কুরবানি ঈদে তিনি সালাহ উদ্দিন লাভলুর পরিচালনায় ‘বায়ুচড়া’ নাটকে চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন।
এ ছাড়া একই পরিচালকের পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ও পাখি তোর যন্ত্রণা’তেও মাহা কাজ করেছেন। তার অভিনীত প্রথম নাটক মেহেদী হাসান মুকুলের ‘বলেনি ভালোবাসি’। সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালো থাকার গল্প’তে অভিনয় করেছেন বলে জানিয়েছেন তিনি।