শোবিজ ডেস্ক :
করোনা মহামারীর এই দুঃসময়ে স্টেজ শো বন্ধ থাকলেও বিভিন্ন টিভি প্রোগ্রাম এবং মিউজিক ভিডিওর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইউসুফ আহমেদ খান ও নুজহাত সাবিহা পুষ্পিতা। তারা দুজন আজ রাত ১১টায় ফোনো লাইভ মিউজিক্যাল শো ওয়ালটন এশিয়ান মিউজিক লাইভে বিভিন্ন রকমের গান নিয়ে উপস্থিত থাকবেন।
আগামীকাল সকাল ৭ টা ৫০ মিনিটে চ্যানেল আই এর লাইভ অনুষ্ঠান “গান দিয়ে শুরু” তে প্রখ্যাত গীতিকার মাসুদ করিমের লেখা বেশ কিছু গান পরিবেশন করবেন পুষ্পিতা।
উল্লেখ্য, সম্প্রতি পুষ্পিতা’র নিজস্ব ইউটিউব চ্যানেল “Pushpita Official” থেকে “এই বরষায়” শীর্ষক শিরোনামে একটি গান প্রকাশিত হয়েছে।