শোবিজ ডেস্ক : যমুনা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘ছুটির রাতের LIVE’র এবারের পর্বের অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় সংগীতশিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা ও অংকন ইয়াসমিন। পলাশ নূরের উপস্থাপনায় অনুষ্ঠানটি আজ রাত ১১ঃ০০ টায় যমুনা টেলিভিশনে প্রচার করা হবে। এ প্রসঙ্গে অংকন জানান ; অনুষ্ঠানটি বেশ ভালো লাগার অনুষ্ঠান। গানের পাশাপাশি আড্ডাও থাকবে ; বর্তমান ও সমসাময়িক কাজ নিয়েও কথা বলবো; আশা করবো যমুনা টেলিভিশনের নিয়মিত দর্শকদের ভালো লাগবে।
আজ যমুনা টিভির “ছুটির রাতে ” লাইভে অতিথি হিসেবে থাকছেন লায়লা ও অংকন
সম্পর্কিত পোস্ট