নতুন ইউটিউব চ্যানেল খুললেন কমেডিয়ান “পাতলা ফারুক”

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে ইউটিউবে জনপ্রিয় হয়ে উঠেছেন কমেডিয়ান পাতলা ফারুক। তিনি ইতিমধ্যে অধিক জনপ্রিয় ইউটিউব চ্যানেল দুলাল টিভি ও এমভি টিভিতে অসংখ্য কাজ করে দর্শক জনপ্রিয়তা পেয়েছেন। অত্যন্ত হাস্যরসাত্মক কাজে তাকে বেশিরভাগ সময় দেখা যায়। তারই অংশ হিসেবে পাতলা ফারুক এবার তার নিজস্ব ইউটিউব চ্যানেলের আত্মপ্রকাশ করলেন। তার ইউটিউব চ্যানেলের নাম পাতলা ফারুক। কমেডিয়ান ছাড়া ও বিভিন্ন রোমান্টিক শর্ট ফিল্মে ও তাকে দেখা যাবে।
তিনি আগামীতে দর্শকদের দোয়া ও ভালোবাসা নিয়ে আরও ভাল কিছু কাজ উপহার দিতে চান তার নিজস্ব চ্যানেলে।
তাছাড়া নতুন ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করার জন্য তিনি দর্শকদের অনুরোধ জানান।
পাতলা ফারুকের নিজস্ব ইউটিউব চ্যানেলের লিংকটি নিচে দেওয়া হল।
https://m.youtube.com/channel/UCewaR7yNzZjTK_RuCgpo97w/featured

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট