ক্যারিয়ারে ১৬ বছরের সফল নায়ক ফ্যাশন ডিজাইনার এ বি ওয়ালিউদ্দিন আহমেদ

রিফাত রাহুল খাঁন :তরুণ প্রজন্মের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার এবি ওয়ালিউদ্দিন আহমেদ। কাজের শুরুটা বেশ কষ্টের হলেও ফ্যাশন জগতে বেশ সুনামের সাথে দীর্ঘ ১৬ বছর যাবত কাজ করে যাচ্ছেন আপন মহিমায়; নিজের কাজের দ্বারা এগিয়ে যাচ্ছেন বহুদূর। ছোটবেলা থেকে ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছে না থাকলেও দেশের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল এর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে ফ্যাশন ডিজাইনা হওয়া হয়ে উঠে তার৷ দীর্ঘ এ ক্যারিয়ারে তিনি দেশ ছাড়াও দেশের বাহিরে বেশকিছু ফ্যাশন উইকে অংশ নিয়েছেন৷ দারাদুন ফ্যাশন উইক, লন্ডন ফ্যাশন এক্সিবিশন ২০০৮; লাখনাউ ফ্যাশন উইক ; বানারাস ফ্যাশন উইক; নেপাল ফ্যাশন উইক ( ২ বার)

কাজের শুরুটা ২০০৪ সালে একটা শো এর ড্যান্স কিউ এর একটা সিগমেন্ট এর ডিজাইন করে। সেখানে আমাদের সিনিয়র ফ্যাশন ডিজাইনার এমদাদ ভাই ছিলেন৷ নতুনদের প্রসঙ্গে তিনি বলেন- নতুনদের মধ্যে সবাই ভালো করছে; তবে আরও ভালো করবে আশাবাদী। বর্তমান অবস্থা প্রসঙ্গে জানান- ফ্যাশন ইন্ড্রাষ্টি আগের অবস্থান এ নেই৷ তবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ফ্যাশন জগত আগের অবস্থানে ফিরে আসতে পারে। অবসরে তিনি প্রচুর রবীন্দ্র সংগীত শোনেন; এছাড়া বাহিরের দেশের ডিজাইনারদের কাজ দেখেন। গুণী ব্যক্তিদের ইন্টারভিউ দেখেন ইউটিউবে। তিনি তার ক্যারিয়ারে অংসখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন কাজের স্বীকৃতি স্বরূপ। সম্প্রতি দুটি অ্যাওয়ার্ড আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২১ সাউথ এশিয়ান এন্টারটেইনমেন্ট ইনসি. প্রেজেন্টস ” টেলিপ্রেস আইকনিক স্টার অ্যাওয়ার্ডস ২০২১” এবং ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।
পুরস্কৃত হয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।

সদ্য প্রকাশিত

সফল নারী উদ্যােক্তা হিসেবে পুরস্কৃত হলেন রওনক জাহান সুরভী

বিনোদন প্রতিবেদক :- এস, এম বিউটি একাডেমি এন্ড ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত বিউটি সেক্টর নিয়ে অ্যাওয়ার্ড শো “দ্য বিউটি ইনোভেটরস...

এবার স্মার্টফোনের বিজ্ঞাপনে ফারিণ

হালের দর্শকপ্রিয় মুখ তাসনিয়া ফারিণের বৃহস্পতি এখন তুঙ্গে। ‘কারাগার’ তারকা ফারিণ একের পর এক ছক্কা মেরে যাচ্ছেন মিডিয়ার সীমানায়। এবার তার অর্জনের...

পুত্র সন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহি

পুত্রসন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (২৮ মার্চ) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার।

এরিয়া এনার্জি লিফট জেনারেটর এন্ড সাব স্টেশন এর পৃষ্ঠপোষকতায় তারকা বহুল ধারাবাহিক নাটক “গরম মহল্লা”

বিনোদন প্রতিবেদক-মহল্লা গরম করে চলেছে এসময়ের নির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের (নাসির উদ্দিন মাসুদ) একুশে টিভির ধারাবাহিক নাটক ‘গরম মহল্লা’। রাজধানী ঢাকার...

সম্পর্কিত পোস্ট