‘পোস্টার’ চলচ্চিত্রে জুটি হয়েছেন নবাগত সাইফ ও অলংকার। ছবিতে তাদের দেখা যাবে উঠতি মডেল এবং চলচ্চিত্র নায়ক নায়িকা হিসেবে। চলচ্চিত্রটি পরিচালনা করছেন সাইফ চন্দন। এতে সাইফ, অলংকার ছাড়াও আরো অভিনয় করছেন। নওশাবা, সাঞ্জু জন, আফ্রি সেলিনা, রাশেদ মামুন অপু, সঞ্চিতা, শিবাসানু, ডন, স্বাধীন, জাহিদ, রেশমিসহ আরো অনেকেই। ‘পোস্টার’ মূলত সম্পর্কের গল্প৷ যেখানে সম্পর্ক গুলো প্রয়োজনে আসে, তৈরি হয়, আবার প্রয়োজন শেষেই মিলিয়ে যায়। সবাই ছুটে সাকসেস এর পিছনে – ‘পোস্টার’ এ নিজের জায়গা করে নেয়াতেই যেন আনন্দ। কিন্তু সেই সাকসেসের জন্যে কত সম্পর্ক পিছিয়ে যায়, কত শত অন্যায় হয়- তার দিকে যেন ফিরিয়ে তাকায় না।
সাইফ বলেন, ‘পোস্টার’ কোন সাধারণত যা দেখি- সেই ধরণের কোন গল্প নয়। আমার চরিত্রটিও খুব সুন্দর। একজন স্বপ্নবাজ তরুন। প্রথমবার চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করছি। ভাবতেই ভালো লাগছে। অলংকার বলেন, আমি চলচ্চিত্রে এর মধ্যে অভিনয় করেছি, কিন্তু নায়িকা হয়ে এবারই প্রথম। কৃতজ্ঞ আমি পরিচালক সাইফ চন্দন ভাইয়ার প্রতি। আশা করছি খুব সুন্দর একটি কাজ হবে।
ইতিমধ্যেই ‘পোস্টার’ ছবির ৫০ শতাংশ শুটিং কাজ শেষ হয়েছে। এ মাসেই বাকী কাজ শেষ করবেন বলে পরিচালক সাইফ চন্দন জানিয়েছেন।
‘পোস্টার’ চলচ্চিত্রের নবাগত সাইফ – অলংকার
সম্পর্কিত পোস্ট