শোবিজ ডেস্ক :নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ঢালিউডের লাস্যময়ী নায়িকা পরীমনি। এবার দর্শকপ্রিয় এ নির্মাতার প্রথম ওয়েব ফিল্মেও দেখা যাবে এ সুন্দরীকে। জানা গেছে চলতি মাসেই শুরু হবে ওয়েব ফিল্ম ‘অন্তরালে’ – এর শুটিং। ছুটি কাটাতে ভারত যাবার আগে পরী চুক্তিবদ্ধ হয়েছেন।
চয়নিকা এ বিষয়ে জানান, দর্শক ‘বিশ্বসুন্দরী’ – এর সাফল্যের পর আমাদের এক সাথে কাজ চেয়েছে। আমিও চাচ্ছিলাম পরীকে নিয়ে কাজ করতে। তাই আমার প্রথম ওয়েব ফিল্মেও পরী কাজ করছে। এ মাসেই ওয়েব ফিল্মটির কাজ শুরু হবে। এ ওয়েব ফিল্মে পরীর চরিত্রের নাম ‘অর্পিতা’।
চয়নিকা আরও জানান ওয়েব ফিল্মটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। ব্ল্যাক এন্ড হোয়াইট নিবেদিত ওয়েব ফিল্মটি প্রযোজনা করছেন কাজী রিটন।
প্রসঙ্গত, গত বছর ১১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বিশ্বসুন্দরী’। এ ছবিতে পরীমনির বিপরীতে অভিনয় করেন সিয়াম আহমেদ। ছবিটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন রুম্মান রশীদ খান।