কাল মাছরাঙা টিভিতে সজল- সারিকা’র ” পরী থাকে আসমানে”

সবুজ কাজ করে কক্সবাজারের শুটকি পল্লীতে। বাবা-মাহীন সবুজ বেড়ে ওঠে ওই পল্লীতেই। ভালোবাসে পরীকে। পরীর মা খাবারের হোটেল পরিচালনার পাশাপাশি শুটকির ব্যবসাও করেন। অপর দিকে শুটকি পল্লীর মহাজন শওকতও পছন্দ করে পরীকে। পরীও তাকে ফিরিয়ে দিতে পারে না। কারণ সবুজ তার অধীনেই কাজ করে, যদি শওকত বিষয়টি জানতে পারে তা হলে সবুজের ক্ষতি হতে পারে। এভাবেই এগিয়ে যায় ‘পরী থাকে আসমানে’ নাটককের গল্প।ইউসুফ আলী খোকনের রচনায় নাটকটি নির্মাণ করেছেন দীপু হাজরা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নুর সজল, সারিকা সাবরিন, নজরুল রাজ, রাশেদা রাখী, নাছিম রেজা শোভন, শাহরিয়া আলভিকা, সাইফ খান, এস এইচ সুমন প্রমুখ।কক্সবাজারে শুটকি পল্লীসহ বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রায়ণ করা হয়। প্রযোজনা করেছে রাজ মাল্টিমিডিয়া। নির্মাতা জানিয়েছেন আগামীকাল (শুক্রবার) রাত ১০টায় নাটকটি মাছরাঙা টেলিভিশনে দেখানো হবে।

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট