শোবিজ ডেস্ক :২০১৭ সালে চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন শ্রাবনী। এরপর থেকে নিয়মিত গান করছেন। প্রথমবারের মতো দর্শকপ্রিয় কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলনের সঙ্গে গাইলেন তিনি। গানের শিরোনাম ‘বন্ধুরে’। হাসানাত মিলনের কথায় সুর ও সঙ্গীত করেছেন কাওসার খান। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন মামুন আফনান রুমি। এইচ এম মিউজিক স্টেশন থেকে গানটি আসছে ঈদে মুক্তি পাবে। গানটি নিয়ে আশাবাদী শ্রাবণী।
তিনি বলেন, এই প্রথম মিলন ভাইয়ের সঙ্গে কণ্ঠ দিয়েছি। তার গায়কী এক কথায় চমৎকার। গানের কথার সঙ্গে মিল রেখে সুন্দর একটি সুর করা হয়েছে। আশা করি দর্শক গানটি পছন্দ করবে। আগামী দিনে শ্রাবণীকে নিজের গানে মডেল হিসেবে দেখা যাবে। অন্যের গানেও মডেল হওয়ার প্রস্তাব পেলেও শুধু নিজের গানেই মডেল হতে চান।
শৈশব থেকে রয়েছে অভিনয়ের প্রতি দূর্বলতা। কখনও সুযোগ হলে গানের পাশাপাশি অভিনয় করতে চান সুন্দরী প্রতিভাবান মিষ্টি হাসির এই গায়িকা। তার গাওয়া উল্লেখযোগ্য গান হচ্ছে- বৈশাখ এলোরে, সোনা বন্ধু, ফুলের বুকে, চান্দের আলো, সাগরের জল পাহাড়ের সুরসহ বেশকিছু গান।