বিপ্লব সাহা’র পরিকল্পনায় ‘জামাই ষষ্ঠী’র গানে হৈমন্তী

শোবিজ ডেস্ক :জামাই ষষ্ঠী একটি লোকায়ত প্রথা। ষষ্ঠীদেবীর পার্বণ থেকেই এই প্রথার উদ্ভব। বৈদিক যুগ থেকেই জামাই ষষ্ঠী পালন হয়ে আসছে। প্রতি বছর জৈষ্ঠ্য মাসের ষষ্ঠী তিথিতে প্রথম প্রহরে ষষ্ঠী পূজার আয়োজন করা হয়। বাঙালি হিন্দু সমাজে এ উৎসবের সামাজিক গুরুত্ব অনস্বীকার্য। বিশেষত্ব যে পরিবারে সদ্য বিবাহিত কন্যা রয়েছে সেই পরিবারে এই পার্বণ টি ঘটা করে পালন করা হয়।

আগামী ১লা আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৬ ই জুন ২০২১ ২বুধবার প্রথমবারের মতো জামাই ষষ্ঠী উপলক্ষে বাংলাদেশের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা’র ‘বিশ্বরঙ’ আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘সেরা জামাই যুদ্ধ’। এই উপলক্ষ্যে প্রথমবারের মতো জামাই ষষ্ঠী’কে ঘিরে একটি গান করা হয়েছে। গানটির মূল পরিকল্পনা বিপ্লব সাহা’র। গানটি লিখেছেন ও সুর সঙ্গীত করেছেন উজ্জ্বল সিনহা। গত বুধবার সন্ধ্যায় গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। গানটিতে কন্ঠ দিয়েছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী হৈমন্তী রক্ষিত দাস। গান রেকর্ডিং-এর সময় উপস্থিত ছিলেন হৈমন্তী’র স্বামী অসীম দাস।

গানটি প্রসঙ্গে বিপ্লব সাহা বলেন, ‘বিশ্বরঙ পরিবারে হৈমন্তীর আগমন। তাকে শুভেচ্ছা-অভিনন্দন। আমাদের ধারণা মতে বাংলাদেশে এ ধরনের জামাই ষষ্ঠী উৎসব কে ঘিরে গান এই প্রথম। একটা অসাধারণ গান দিয়ে বিশ্বরঙ পরিবারের সাথে হৈমন্তীর সম্পৃক্ততা। বিষয়টা আমার কাছে সত্যিই ভালোলাগার। খুউব চমৎকার গেয়েছে হৈমন্তী। আশা করছি উৎসবকে ঘিরে এই গান সবারই ভালোলাগবে। গানের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি বিশ্বরঙ পরিবারের বিশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ। যেকোনো উৎসবকে আরো বেশি রঙিন করতে বিশ্বরঙ পরিবার অঙ্গীকারবদ্ধ।’

হৈমন্তী বলেন, ‘জামাই ষষ্ঠী’কে ঘিরে কোন মৌলিক গান এবারই আমার প্রথম গাওয়া। গানটির কথা ও সুর সত্যিই আমার কাছে ভীষণ ভালোলেগেছে। যেহেতু উৎসব কেন্দ্রিক গান, তাই অনেক বেশি ভালোলাগা নিয়ে গানটি গেয়েছি। বিপ্লব দা’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় উজ্জ্বল সিনহা দাদা’র প্রতিও আমাকে এমন চমৎকার কথা ও সুরের গান উপহার দেবার জন্য।’

বিপ্লব সাহা জানান, শিগগিরই হৈমন্তী’র গান নিয়ে ফ্যাশন ভিডিওটি বিশ্বরঙ’র ফ্যাশন ক্লাব-এ এবং ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। এরইমধ্যে প্রকাশিত হয়েছে হৈমন্তী ও প্রতীক হাসানের নতুন গান ‘এতোটা ভালোবাসি’। গানটি লিখেছেন ফয়সাল রাব্বিকীণ, সুর করেছেন সৈয়দ মনসুর। এছাড়াও প্রকাশ পেয়েছে হৈমন্তী’র গাওয়া পার্থ বড়ুয়া’র নতুন সঙ্গীতায়োজনে শেফালী ঘোষ’র বিখ্যাত গান ‘চান মুখে মধুর হাসি’ গানটি। গানটি লিখেছেন ও সুর করেছেন মোহাম্মদ নাসির।

সদ্য প্রকাশিত

এরিয়া এনার্জি লিফট জেনারেটর এন্ড সাব স্টেশন এর পৃষ্ঠপোষকতায় তারকা বহুল ধারাবাহিক নাটক “গরম মহল্লা”

বিনোদন প্রতিবেদক-মহল্লা গরম করে চলেছে এসময়ের নির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের (নাসির উদ্দিন মাসুদ) একুশে টিভির ধারাবাহিক নাটক ‘গরম মহল্লা’। রাজধানী ঢাকার...

আদর-প্রকৃতির ‘অগ্নিশিখা’

বিনোদন প্রতিবেদক ভালোবাসার গল্পে চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মানসী প্রকৃতিকে জুটি করে আব্দুল্লাহ জহির বাবুর গল্পে নির্মাতা আরিফুর...

প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে কিউকম প্রেজেন্টস ঢাকা ফ্যাশন ডে-২০২২

বিনোদন প্রতিবেদক - বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ; মডেল ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে...

কায়েস আরজু- শিরিন শিলা’র ” ভালোবাসি তোমায়”

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা শিরিন শিলা। তাঁরা প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে নতুন একটি...

সম্পর্কিত পোস্ট