শোবিজ ডেস্কঃএবারের ঈদে মেরী’র একক মৌলিক গান। “ও বন্ধুরে “
আজকে সাউন্ডটেকের ব্যানারে প্রকাশিত হলো চ্যানেল আই সেরাকন্ঠ খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী মনিষা ভাদুড়ি মেরী’র একক মৌলিক গান। “ও বন্ধুরে ” শিরোনামের গানটিতে কন্ঠ দিয়েছেন মনিষা ভাদুড়ি মেরী, গানটির কথা ও সুর করেছেন সিয়াম সরকার জান, মিউজিক কম্পোজিশন করেছেন পিবি রুদ্র।
গানটির গানচিত্র নির্মাণ করেছেন কাজল আরফিন অনিক ওরফে । মডেল হিসেবে গানচিত্রে আছেন মেরী নিজেই। মেরী বলেন,এই গানটি এবারের ঈদে দর্শকদের আমার উপহার। এটি আমার খুব পছন্দের একটি মৌলিক গান।
গানটিতে আমি আমার যথাসাধ্য দেয়ার চেষ্টা করেছি, বাকিটা দর্শকরা বুঝবেন। দর্শকদের উদ্যেশ্যে আমি বলতে চাই, আপনারা ভালো গান বেশী করে শুনুন তাহলেই আমরা ভালো কিছু দেয়ার অনুপ্রেরণা পাবো