আজ রাতে চ্যানেল নাইনে কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় তানভীর- স্মিতার ” লাভ সাইকেল”

কয়েকটি শর্তের ভিওিতে তিন ব্যাচেলর রবি; ডলার আর সুইটের থাকার অনুমতি মিলেছিল হাসান সাহেবের বাসায়৷ বিশেষ করে শর্তছিল ছাদে না যাওয়ার। আর বিকেলে তার একমাত্র মেয়ে পদ্ম যখন বের হবে তার সামনে না থাকা৷ সবাই রাজি হয়েই বাসাটা ভাড়া পেয়েছিল। কিন্তু রবি শর্তমত চললেই সুইট ও ডলারের চোখ সব সময় খুঁজতো পদ্মকে। ডলার বাবার টাকায় ফুটানী করে চলে। রবি চাকরী করে আর সুইট স্বপ্ন দেখে অভিনেতা হওয়ার। তিনদিনের মধ্যে যদি পদ্ম সাইকেল চালানো না শিখতে পারে তাহলে তিনজনকেই বের করে দেওয়া হবে৷ ফলে তিনজনেরই টনক নড়ে; সেই সঙ্গে ডলার আর সুইট আফসোস করতে থাকে। তারা মেয়েটিকে সাইকেল চালানো শিখানোর জন্য যথেষ্ট সময় পেয়েছিল। কিন্ত তাদের স্বার্থ হাসিলের জন্য করেনি। ফলে তারা সারেন্ডার করে কাজটি রবিকে দেয়। কিন্ত রবি রাজি হয় না। রবি চিন্তা করে সে ইচ্ছে করলেই নতুন বাসায় উঠতে পারবে কিন্ত একজনের মন রক্ষার জন্য দায়িত্ব অবহেলা করতে পারবে না। রবির অসাধারণ ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে পদ্ম তার প্রেমে পড়ে। ফলে রবি পায় তার ভালোবাসার স্থায়ী ঠিকানা৷ মূলত সমস্ত ভালোবাসার বহিঃপ্রকাশ সাইকেলটাকে ঘিরেই। এমনি গল্পে সোহেল রানার রচনা ও কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় জেডএইচ এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় “লাভ সাইকেল” নামের একটি নাটকের শুটিং সম্পন্ন করেছেন৷ নাটকটিতে
অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, স্মিতা, মুকিত জাকারিয়া, আনোয়ার হোসেন, আশরাফুল আলম সোহাগ সহ আরো অনেকে
নাটকটি আগামী ১১ তারিখ চ্যানেল নাইনে রাত ৮ টায় প্রচারিত হবে।

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট