ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন প্রতিবারের মতো এবারও অসহায় মানুষের হাতে ঈদ উপহার তুলে দিয়েছেন।
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদ এর নির্দেশনায় ঢাকার বিভিন্ন স্হানে অসহায়দের মাঝে সভাপতি মুনা চৌধুরীর নেতৃত্বে চাল,ডাল,তেল,আলু,পেয়াজ,দুধ,চিনি,
সেমাই ও লবন তুলে দেন সহসভাপতি এস আই টুটুল, সাধারন সম্পাদক আমান রেজা, জয়েন সেক্রেটারি ফারজানা রওশন, অরগানাইজিং সেক্রেটারি মাসুদা বিজলী, কাজী আসিফ , সামিয়া আফরিন, সিন মিলন, রুহি, সায়মা সাইকা, আদরিকা এনি, জাফরিন মুন, অন্তু করিম সহ একঝাঁক শিল্পী।
মুনা চৌধুরীর নেতৃত্বে ২০০জন অসহায়দের মাঝে ইয়ুথ বাংলার ঈদ উপহার

সম্পর্কিত পোস্ট