“আর আর এম এম স্টিলের” বিজ্ঞাপণে সজল

দর্শকনন্দিত অভিনেতা আব্দুন নূর সজল৷ দর্শকদের ব্যতিক্রমধর্মী কাজ উপহার দিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় “আর আর এম এম স্টিল” এর বিজ্ঞাপণে তাকে দেখা যাচ্ছে সে একজন চাকুরীজীবি’র চরিত্রে । তার মায়ের চরিত্রে দেখা গেছে অভিনয়শিল্পী
শিল্পী সরকার অপুকে। পরিবারে সকলের প্রতি ভালবাসার সেতুবন্ধন ; বিশেষ করে মা ও ছেলের নিঃশ্বাস ভালোবাসার গভীর বহিঃপ্রকাশ ফুটে উঠেছে এ কাজটিতে৷ এ বিজ্ঞাপণে শিল্পী সরকার অপু সজলকে সেহরিতে ঘুম থেকে উঠানোর জন্য বলছেন; শুভ উঠ বাবা। তাড়াতাড়ি উঠ সেহরির সময় হয়ে গেছে৷ সজলঃ উঠছি৷ মা। এখানে সজলের চারিত্রিক নাম শুভ।
আবার শিল্পী সরকার অপু বলছেনঃ শুভ ;বাসায় তো খেজুর শেষ। অফিস থেকে আসার সময় খেজুর নিয়া আসিস বাসায়। সজলঃঠিক আছে মা৷ শুভ ইফতারিতে খেজুর নিয়া এসে বলে মা এই যে তোমার খেজুর। কিন্ত শুভর মা তো বেঁচে নেই। তখন করুণ চিত্র ফুটে উঠেছে। সজল জানান; মূলত মাকে ভালোবাসার জন্য প্রতিটি দিনই মা দিবস। আলাদা কোন দিনের প্রয়োজন হয় না। কাজটি করে ভীষণ ভালো লেগেছে। তাছাড়া দর্শকদেরও অবশ্যই ভালো লাগবে। কারণ; মাকে সবাই ভালোবাসে৷ উল্লেখ্য ; সজল সম্প্রতি “ব্যাচ ২০০৩” চলচ্চিত্রে সাইকো সুমন চরিত্রটি করে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন। এছাড়া এ চলচ্চিত্রে “ধ্বংস আগুন ” নামের একটি গান করে প্রথম প্লেব্যাকেই বাজিমাত করেছেন

সদ্য প্রকাশিত

সফল নারী উদ্যােক্তা হিসেবে পুরস্কৃত হলেন রওনক জাহান সুরভী

বিনোদন প্রতিবেদক :- এস, এম বিউটি একাডেমি এন্ড ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত বিউটি সেক্টর নিয়ে অ্যাওয়ার্ড শো “দ্য বিউটি ইনোভেটরস...

এবার স্মার্টফোনের বিজ্ঞাপনে ফারিণ

হালের দর্শকপ্রিয় মুখ তাসনিয়া ফারিণের বৃহস্পতি এখন তুঙ্গে। ‘কারাগার’ তারকা ফারিণ একের পর এক ছক্কা মেরে যাচ্ছেন মিডিয়ার সীমানায়। এবার তার অর্জনের...

পুত্র সন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহি

পুত্রসন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (২৮ মার্চ) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার।

এরিয়া এনার্জি লিফট জেনারেটর এন্ড সাব স্টেশন এর পৃষ্ঠপোষকতায় তারকা বহুল ধারাবাহিক নাটক “গরম মহল্লা”

বিনোদন প্রতিবেদক-মহল্লা গরম করে চলেছে এসময়ের নির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের (নাসির উদ্দিন মাসুদ) একুশে টিভির ধারাবাহিক নাটক ‘গরম মহল্লা’। রাজধানী ঢাকার...

সম্পর্কিত পোস্ট