রিফাত রাহুল খাঁন ; শোবিজ ডেস্ক : প্রখ্যাত সুরকার, সংগীত পরিচালক ও গায়ক লাকী আখন্দ চিরবিদায় নিয়েছেন চার বছর হয়ে গেল। ২০১৭ সালের ২১ এপ্রিল তিনি না ফেরার দেশে পাড়ি জমান। দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন তিনি।
লাখী আখন্দ চলে গেলে গেছেন কিন্তু রেখে গেছেন তার কালজয়ী সৃষ্টি। যে সৃষ্টি আজও শ্রোতাদের মুখে মুখে। দুঃখ, বিরহ বা অভিমানী হয়ে উঠলেই প্রেমিক মন সুর তোলে লাকী আখন্দের গান। আর লাকী আখন্দের প্রতি গানে গানে শ্রদ্ধা জানালেন অভিনেতা আনন্দ খালেদ। তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাকী আখন্দের গানের কয়েকটি লাইন গেয়ে তার প্রতি শ্রদ্ধা জানান; এমনকি তিনি এক বিবৃতি দিয়েছেন-
চার বছর আগে এই দিনে চলে গেছেন লাকি আখন্দ ভাই … আজ প্রায় দশজনকে জিজ্ঞেস করলাম – ‘ যেখানে সীমান্ত তোমার , সেখানে বসন্ত আমার ‘ – এই গানটির সুরকার কে ? … কেউ বলতে পারলো না … সবাই শুধু বলে , এটা কুমার বিশ্বজিত দাদার গান । এই জনপ্রিয় গানটি সুর করেছিলেন লাকি আখন্দ ভাই । এই মধ্যরাতে গানটির কয়েক লাইন গেয়ে লাকি আখন্দ ভাই এর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি । হে মহান আল্লাহ , আপনি লাকি আখন্দ ভাই কে জান্নাতের বাগানে রেখেন …
উল্লেখ্য আনন্দ খালেদ অভিনয়ের পাশাপাশি সম্প্রতি
নিজের প্রথম মৌলিক গানের ভিডিও প্রকাশ করছেন। নিজের লেখা ও সুরে ‘স্বপ্নে কেন আস না’ গানটির সংগীতায়োজন করেছিলেন সাজিদ সরকার। গানটি দর্শকমহলে প্রশংসিতও হয়েছে৷
ছবি সংগৃহীত