রিফাত রাহুল খাঁন :বাঙালী জাতির পিতা মহান মুক্তিযুদ্ধের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে
বাংলাদেশ বেতার ও টেলিভিশনের প্রখ্যাত কন্ঠশিল্পী সানাম সুমীর একক সংগীতানুষ্ঠান আজ শাহবাগের জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ সময় সানাম সুমি মিলন হবে কত দিনে; মধু হই হই; সহ নিজের মৌলিক গান ও বিভিন্ন ধারার গান পরিবেশন করেন। গান
গেয়ে জমকালো সন্ধ্যার আমেজ আরও মনোমুগ্ধকর করে তোলেন৷ এ অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন জনাব আসাদুজ্জামান খান; এমপি; মাননীয়
স্বরাষ্ট্রমণ্ত্রী ; গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান ওরিয়ন গ্রুপ ; চেয়ারম্যান জনাব ওবায়দুল করিম৷ এ অনুষ্ঠানটি প্লে- মিউজিক প্রোডাকশনের ব্যানারে অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য ; সানাম সুমী
বিভিন্ন স্টেজ প্রোগ্রাম ও টিভি শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
জমকালো আয়োজনে শিল্পী সানাম সুমী’র একক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত
সম্পর্কিত পোস্ট