ভালো মানসম্মত কাজ করে এগিয়ে যেতে চান তিফা

রিফাত রাহুল খাঁন :শৈশব থেকেই মিডিয়ার প্রতি আগ্রহী ছিল তিফা’র। তিনি জানান; মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭ এর প্রতিযোগিতায় ছিলেন। তখন থেকেই আমি মিডিয়ায় কাজ শুরু করি। শুরুর দিকে আমি গ্রামীণফোন; বিকাশ, নেসলে এবং ওভিসি-র জন্য কিছু বাণিজ্যিক ছবির শ্যুটও করেছি মাবরুর রশিদ বান্নাহ, কাজল আরেফিন ওমি; তপু খান, রুবেল হাসান পরিচালিত কিছু কল্পকাহিনী। আরফান নিশো ;অপূর্ব ইরফান সাজ্জাদ এর বিপরীতে।

পরিবারের সহযোগীতা প্রসঙ্গে বলেন-আমার পরিবার শুরু থেকেই এতটা সহায়ক ছিল। মা আর বাবা দুজনেই। নতুনদের প্রসঙ্গে বলেন-আমি নতুন আগতদের জন্য বলবে তারা যে কাজটি করছে সে সম্পর্কে আগ্রহী হওয়ার জন্য পরামর্শ দিবে এবং সবার কাছে বিনয়ী হতে হবে এবং অবশ্যই উৎসাহী হতে হবে। পড়াশোনা প্রসঙ্গে তিনি জানান -আমি এলএলবিতে স্নাতক।

তার প্রিয় রঙ সাদা, প্রিয় অভিনেতা ক্রিস ইভান্স, অভিনেত্রী ইমা ওয়াটসন। তিনি আরও জানান-

আমি মডেল এবং অভিনেত্রীও একজন আইনজীবী হব। উভয় পক্ষকে সমানভাবে পরিচালনা করবে। অবসর সময়ে তিনি নাচ করেন এবং তার পোষা বিড়ালের সাথে খেলেন। ভবিষ্যতে তিনি নিজেকে একটি মেগা তারকা হিসাবে দেখতে চান। এছাড়া ভালো মানসম্মত কাজের প্রত্যাশা করেন।

সদ্য প্রকাশিত

এরিয়া এনার্জি লিফট জেনারেটর এন্ড সাব স্টেশন এর পৃষ্ঠপোষকতায় তারকা বহুল ধারাবাহিক নাটক “গরম মহল্লা”

বিনোদন প্রতিবেদক-মহল্লা গরম করে চলেছে এসময়ের নির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের (নাসির উদ্দিন মাসুদ) একুশে টিভির ধারাবাহিক নাটক ‘গরম মহল্লা’। রাজধানী ঢাকার...

আদর-প্রকৃতির ‘অগ্নিশিখা’

বিনোদন প্রতিবেদক ভালোবাসার গল্পে চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মানসী প্রকৃতিকে জুটি করে আব্দুল্লাহ জহির বাবুর গল্পে নির্মাতা আরিফুর...

প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে কিউকম প্রেজেন্টস ঢাকা ফ্যাশন ডে-২০২২

বিনোদন প্রতিবেদক - বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ; মডেল ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে...

কায়েস আরজু- শিরিন শিলা’র ” ভালোবাসি তোমায়”

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা শিরিন শিলা। তাঁরা প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে নতুন একটি...

সম্পর্কিত পোস্ট