তরুণ প্রজন্মের প্রতিভাবান গায়িকা অনিন্দিতা সাহা অথি৷ নিজের সুনিপুণ গায়কী দিয়ে দর্শক মহলে অধিষ্ঠিত হতে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন। নিয়মিত টিভি শো ও স্টেজ প্রোগ্রাম নিয়েও বেশ ব্যস্ততায় রয়েছেন। প্রথমবারের মত নাটকের গান গাইলেন তিনি৷ জনপ্রিয় পরিচালক মুহাম্মদ
মোস্তফা কামাল রাজ পরিচালিত জনি হকের কথা এবং নাভিদ পারভেজের সুর ও সংগীত আয়োজনে ভালোবাসা দিবস উপলক্ষে রোমিও -জুলিয়েট নাটকে “তোকেই ভালোবাসি” শিরোনামের একটি গানে কন্ঠ দিয়েছেন। এতে অথির সাথে দ্বৈতভাবে কন্ঠ দিয়েছেন এপি শুভ। প্রথমবার নাটকের গানে কন্ঠ দেওয়া প্রসঙ্গে অথি জানান;প্রথমবারের মতো নাটকের গান গাইলাম। এক অন্যরকম অভিজ্ঞতা ও ভালোলাগা কাজ করছে।
আশাকরি গানটি আপনাদের সকলের ভালো লাগবে ।
ছবি সংগৃহীত