নিজস্ব প্রতিবেদন:গত ৪ঠা জানুয়ারী সোমবার সময়ের জনপ্রিয় বহুল আলোচিত বহুল প্রকাশিত দৈনিক আমার সময় পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সাপ্তাহিক প্রতিবেদন পত্রিকার নির্বাহী সম্পাদক,ঢাকার বার্তা২৪.কম ও দাগনভূইয়া নিউজ২৪.কম এর সম্পাদক,উচ্চকন্ঠ পত্রিকা,ও বাংলার সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মাসুদ রানার শুভ জম্মদিন ঝাঁকজমকপূর্ন ভাবে পালন করা হয় রাজধানী মালিবাগ হোসাফ কমপ্লেক্সের পাশে অবস্থিত,ঢাকা বিজ্ঞান কলেজ গেটে,ঢাকার স্বনামধন্য চাইনিজ নাইট ভিশন কপি এন্ড ক্যাফে রেস্টুরেন্টে।উক্ত জম্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,রাজনৈতিক ব্যক্তিত্ব,ইন্জি:মুক্তার হোসেন চৌধুরী কামাল,বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য,এইচ এম মেহেদী হাসান,সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য,মো: শফিকুল ইসলাম মম,ঢাকা মহানগর উত্তর যুবলীগ,ফেনী জেলার রাজনৈতিক ব্যক্তিত্ব ওয়াহিদ মানিক,সংগীত শিল্পী রবিন আহমেদ,রুপা বুটিকস এর কর্ণধার ও নারী উদ্যাক্তা মিসেস,রুপা আহমেদ,বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট,মো:রাজু,আশিষ মল্লিক,রাকিবুল ইসলাম রাকিব,সামাদ রুবেল,পুলিশ কর্মকর্তা,মো: হুমায়ন,মো:সোবহান,জনপ্রিয় মডেল অভিনেত্রী,সানাই রাজ,সেঁজুতী,স্বপ্ন মায়া,বিশিষ্ট ব্যবসায়ী,শান্ত সুমন,মো:হাসান,মিজানুর রহমান,এম আর খান সৌভন,সবুজ,সুমন, হৃদয় খান,মাসুদ রানার সহধর্মিনী মিসেস,সুমি ইসলাম সারা,সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ ।সর্বপরি মাসুদ রানা বলেন,যারা আমার জম্মদিনে বিভিন্ন সোসাল মিডিয়া আমাকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন সকল’কে জানাই কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন বছরের শুভেচ্ছা ।
ঝাঁকজমকপূর্ন ভাবে পালন করা হলো সাংবাদিক মাসুদ রানা’র শুভ জম্মদিন
সম্পর্কিত পোস্ট